Why negative voltage is used in tower or BTS? | টাওয়ার বা BTS এ কেন নেগেটিভ ভোল্টেজ ব্যবহার করা হয় ?

 

টাওয়ার বা BTS 

 

টাওয়ার শব্দটি প্রচলিত শব্দ, মূলত এটিকে আমরা সাধারণত BTS বলে থাকি- বিটিএস এর অর্থ হচ্ছে 

Base Transceiver Station .কখনো কখনো সেল বলা যায় এর মূলত দুইটি প্রধান অংশ থাকে একটি 

হচ্ছে ট্রান্সমিটার অপরটি হচ্ছে রিসিভার  | ট্রান্সমিটার এর সাহায্যে তথ্যকে প্রেরণ করা হয় এবং

রিসিভার এর সাহায্যে তথ্যকে গ্রহণ করা হয়  এতে অ্যান্টেনা ব্যবহার করা হয় যার সাহায্যে 

মোবাইল ফোনের সাথে কমিউনিকেশন করা হয় এবং টাওয়ার টু টাওয়ার কমিউনিকেশন করা 

হয়  | মূলত এই টাওয়ারে ব্যবহৃত যে পাওয়ার সেখানে নেগেটিভ ৪৮ ভোল্টেজ ব্যবহার করা হয়, 

কেন ?

 

 

সার্জ ভোল্টেজ 

 

বৈদ্যুতিক পাওয়ারে অনেক সার্জ ভোল্টেজ উৎপাদন হতে পারে তা বৈদ্যুতিক সংযোগ স্থলে 

কারণে হতে পারে অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে যেহেতু আমাদের টাওয়ারটি 

বিভিন্ন বিল্ডিং অথবা উঁচু স্থানে স্থাপন করা হয় তাই বজ্রপাতের ঘটনা টাওয়ারের মধ্যে প্রায়ই ঘটে 

থাকে তখন প্রচুর পরিমাণ সার্জ ভোল্টেজ উৎপাদন করে অথবা টাওয়ারের নিকটস্থ স্থানে 

যদি  বজ্রপাত হয়,তবুও সার্জ ভোল্টেজ উৎপাদন  হতে পারে- ধরি সার্জ ভোল্টেজ এর পরিমান 

60 ভোল্টেজ এবং আমাদের টাওয়ারে ব্যবহৃত  ভোল্টেজ নেগেটিভ 48 ভোল্টেজ হলে এর মোট 

ভোল্টেজ হবে 60-48=12 ভোল্টেজ মূলত ৬০ভোল্টেজ যে  প্রভাব করবে নেগেটিভ ভোল্টেজ প্রদানে 

প্রভাব  কমে যাবে | যদি টাওয়ারের নেগেটিভ ভোল্টেজ ব্যবহার না করা হতো সে ক্ষেত্রে মোট 

ভোল্টেজ এর পরিমাণ হত 60+48=108 ভোল্টেজ | অর্থাৎ এ কাজের জন্য ভোল্টেজ বৃদ্ধি হওয়ায় 

বিভিন্ন ডিভাইস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এজন্য টাওয়ারে সাধারণত নেগেটিভ ভোল্টেজ 

ব্যবহার করা হয় | 

 

 

লেখক

আব্দুল্লাহ আল মামুন

টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট

Comments

Sign in to comment